নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র বিক্রির অভিযোগে একটি বেসরকারি সংস্থার কর্মী মোহাম্মদ আরিফ উল্লাহকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজারের নুনিয়াছড়া এলাকার ৬ নম্বর ঘাট থেকে তাঁকে আটক করা হয়। আরিফ উল্লাহ বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্ম।
পুলিশ জানায়, আরিফ উল্লাহ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার বারঘর পাড়ার আবুল কালামের ছেলে। প্রায় এক বছর ধরে রোহিঙ্গা সন্ত্রাসীদের দেশীয় তৈরি অস্ত্র সরবরাহ করে আসছেন তিনি।
মিজানুর রহমান বলেন, “গত রাতে মহেশখালী থেকে দু’টি দেশীয় তৈরি (এলজি) অস্ত্র নিয়ে কক্সবাজারের নুনিয়াছড়া এলাকার ৬ নম্বর ঘাটে অবস্থানকালে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তিনি জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে বিক্রির উদ্দেশ্যে তিনি অস্ত্র এনেছিলেন।
“দীর্ঘদিন ধরে পুলিশ তার ওপর নজর রাখছিল। এনজিও কর্মীর পরিচয়ে বারবার তিনি ক্যাম্পে অস্ত্র নিয়ে যেতেন। তাঁর সিন্ডিকেটের ব্যাপারেও তথ্য নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে তাদেরও গ্রেপ্তার করা হবে,” বলেন তিনি।