নাশকতা রোধে সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

Date: 2023-11-22
news-banner

বিএনপি ও সমমনাদের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

এ ছাড়া সারা দেশে র্যাব ফোর্সেসের ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানীতে র্যাবের ১৬০টি টহল দল মোতায়েন রয়েছে।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ষষ্ঠ দফায় বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেয় বিএনপি-সমমনারা।

image

Leave Your Comments