যেকোনো সেবায় নিঃস্বার্থভাবে কাজ করতে সেনাবাহিনী সব সময় প্রস্তুত: সেনাপ্রধান

Date: 2023-11-23
news-banner
দেশের যে কোনো সেবায় নিঃস্বার্থভাবে কাজ করতে সেনাবাহিনী সব সময় প্রস্তুত, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

সেনাপ্রধান বলেন, অনেক প্রতিকূলতা সত্ত্বেও ২০৩০ সালের মধ্যে আধুনিকায়নের লক্ষ্যে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। দেশের অনেক পরিবর্তন হয়েছে, যার নাম উন্নয়ন, এটা সম্ভব হতো না যদি দেশ স্বাধীন না হতো। দেশে যা কিছু অর্জন সব কিছু সম্ভব হয়েছে মুক্তিযুদ্ধের জন্য। 

এ সময় ৭৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও ১৬ জন সেনা সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 
image

Leave Your Comments