পশ্চিমা পণ্য বয়কটের ডাক আরবদের, বিক্রিতে ব্যাপক ধস

Date: 2023-11-24
news-banner
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলের হামলা বন্ধে পশ্চিমা পণ্য বয়কটের ডাক দিয়েছে মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশ।

এতে মিশর, জর্ডান, কুয়েত এবং মরক্কোতে পশ্চিমা পণ্য বিক্রিতে ধস নেমেছে। তবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে বয়কটের তেমন প্রভাব পড়েনি। খবর রয়টার্সের 

মিশরের রাজধানী কায়রোতে ম্যাকডোনাল্ডসের একটি রেস্টুরেন্টে টেবিল মুছছেন একজন কর্মী। কিন্তু রেস্টুরেন্টটিতে কোনো ক্রেতা নেই। তবে বড় পশ্চিমা ব্র্যান্ডগুলো এখন মিশর ও জর্ডানে বয়কটের সবচেয়ে বড় প্রভাব টের পাচ্ছে। ধীরে ধীরে এখন এটি কুয়েত এবং মরক্কোতে ছড়াচ্ছে। 

এসব দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পণ্যের তালিকা প্রকাশ করা হয়েছে এবং এগুলো পুরোপুরি বর্জনের আহ্বান জানানো হয়েছে। এতে সাড়া দিয়ে দোকানিরাও সেসব পণ্য সরিয়ে স্থানীয় পণ্য দিয়ে নিজেদের দোকান সাজাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বিশ্বের জনপ্রিয় একটি ডিটারজেন্ট দিয়ে কাপড় পরিষ্কার করছেন ইসরায়েলি সেনারা। সেই ডিজারজেন্টও বয়কটের আহ্বান জানানো হয়েছে।
image

Leave Your Comments