প্রথমবারের মতো ট্রেনে চড়বে নড়াইলবাসী

Date: 2023-12-21
news-banner
নিউজ ডেস্কঃ নড়াইলবাসীর ট্রেনে যাতায়াত করার স্বপ্ন এবার পূরণ হবে। আগামী জুন মাসের দিকে চালু হওয়ার সম্ভাবনা।

সড়ক পথের পর নিয়মিত চলছে ট্রেন ছুটে চলেছে পদ্মার বুক ছিড়ে। ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেল পথের মধ্যে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করছে।

এবার মধুমতি সেতু পার হয়ে যশোর পর্যন্ত রেল লিপিং এর কাজ চলছে। ইতিমধ্যে স্লিপার, পাথর এবং রেলের পাত বসানোসহ নড়াইল অংশের ২৮ কি.মি. এর কাজ সম্পন্ন হয়েছে। আর ভাঙ্গা-যশোর রেলপথ প্রকল্পের ৮৭ কি.মি রেলপথের মধ্যে ৭৮ কি.মি. রেলপথ বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে।

খুবই দ্রুতগতিতে এগিয়ে চলছে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৭টি রেলস্টেশনের নির্মাণ কাজও। এই পথে ছোট-বড় ৩২টি রেলসেতু, ৮৬টি কালভার্ট এবং ৮২টি আন্ডারপাস নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

এছাড়া মধুমতি নদীর উপর দিয়ে ১২টি স্পেন বসিয়ে নির্মিত হয়েছে ১.২২কি.মি. দীর্ঘ রেলসেতু। সব মিলিয়ে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পদ্মা রেল লিপিংয়ের কাজ এখন পর্যন্ত শেষ হয়েছে প্রায় ৮৪শতাংশ। আর তাতেই প্রথমবারের মত রেলে চড়ার স্বাদ উপভেঅগ করবেন নড়াইলবাসীর।

আর নতুন এই রেলপথের মাধ্যমে নড়াইলে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরী হবে বলে আশা করেন ব্যবসায়িরা।  প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আগামী জুনের নির্ধারিত সময়ের আগেই শেষ হবে এই প্রকল্পের কাজ।
image

Leave Your Comments