বিশ্বের সর্ববৃহৎ নৌ-বাহিনীটি চিনের। ৩৭০টিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে তাদের। একের পর এক অত্যাধুনিক পরমাণু শক্তিসম্পন্ন ডুবোজাহাজ বা সাবমেরিন তৈরি করে চলেছে তারা।
ডুবে গিয়েছে চিনের নতুন অত্যাধুনিক পরমাণু শক্তিসম্পন্ন ডুবোজাহাজ। রীতিমতো অস্বস্তিতে বেজিং।
নাম-পরিচয় গোপন রেখে এক আমেরিকান আধিকারিক সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, প্রথম সারির ওই ডুবোজাহাজটি উহানের কাছে একটি নৌবন্দরে মে-জুন মাসের মাঝামাঝি কোনও সময়ে ডুবে গিয়েছে। ‘ঝৌ-ক্লাস’ ডুবোজাহাজটি চিনের তৈরি প্রথম ওই প্রজাতির সাবমেরিন।
ওয়াশিংটনের চিনা দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে তাঁদের দেওয়ার মতো কোনও তথ্য নেই। তিনি বলেন, ‘‘যে ঘটনার কথা বলা হচ্ছে, আমরা তেমন কোনও খবর জানি না। তাই কোনও তথ্যও দিতে পারব না।’’