গাজা উপত্যকাকে হাজার হাজার শিশুর কবরস্থান বলে অভিহিত করেছে জাতিসংঘ

Date: 2024-11-20
news-banner
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় কমপক্ষে ১৭ হাজার ৪০০ শিশুকে হত্যা করেছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা তথ্য দিয়েছেন। অর্থাৎ প্রতি ৩০ মিনিটে একজন শিশুকে হত্যা করা হয়েছে।

শুধু তাই নয় গাজার ধ্বংসস্তূপের নিচে আরো হাজার হাজার শিশু নিখোঁজ, যাদের অধিকাংশই মৃত বলে ধারণা করা হচ্ছে।

বেঁচে থাকা শিশুদের বেশিরভাগ যুদ্ধের মারাত্মক প্রভাব সহ্য করে যাচ্ছে। হাজার হাজার শিশু আহত। তাদের জীবন ইসরায়েলি হামলার ছায়ায় কাটছে। জন্ম থেকেই তাদের অস্তিত্বের প্রতিটি দিককে প্রভাবিত করেছে ইসরায়েলি হামলা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নথিভুক্ত শিশুদের মধ্যে অন্তত এক বছরের কম বয়সী শিশু রয়েছে ৭১০জন, ১ থেকে ৩ বছর বয়সী শিশু রয়েছে এক হাজার ৭৯৩ জন, ৪ থেকে ৫ বছর বয়সী রয়েছে এক হাজার ২০৫ জন, ৬ থেকে ১২ বছর বয়সী রয়েছে ৪ হাজার ২০৫ জন এবং ১৩ থেকে ১৭ বছর বয়সী রয়েছে ৩ হাজার ৪৪২ জন।

ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনালের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা একটি গণহত্যা প্রত্যক্ষ করছি।’ সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ‘ইসরায়েলের অব্যাহত হামলার কারণে প্রতিদিন ১০ জন শিশু একটি বা উভয় পা হারাচ্ছে।

গাজায় প্রতিদিন গড়ে ১১৫ জন নিহত হয়েছে (গাজায় বসবাসকারী প্রতি ৫৫ জনের মধ্যে একজন)। এর মধ্যে ৪৬ জন শিশু, ৩১ জন নারী, ৩৮ জন পুরুষ।
image

Leave Your Comments