চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলার ১১৬তম আসর আগামী ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও ১২ বৈশাখে এই বলী খেলার আয়োজন করা হচ্ছে, যা ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আবদুল জব্বার সওদাগর শুরু করেছিলেন।
বলী খেলার মূল প্রতিযোগিতা বিকেল ৪টায় শুরু হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ উদ্বোধন করবেন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন।
এই বলী খেলার সঙ্গে তিন দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে, যা ২৪ এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা দোকানিরা কুটির শিল্প ও গৃহস্থালী পণ্য নিয়ে অংশগ্রহণ করবেন।
মেলা ও বলী খেলা সফল করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সমন্বয় করা হয়েছে। পুলিশ প্রশাসন আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছে, যাতে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা যায়।
এই ঐতিহ্যবাহী বলী খেলা চট্টগ্রামের সংস্কৃতি ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে স্থানীয়দের মধ্যে ঐক্য ও গৌরবের প্রতীক হিসেবে বিবেচিত।