অর্থবছরের শুরুতে চাল-গমের মজুদ ১৭.৬৪ লাখ টন

Date: 2025-07-03
news-banner
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন সরকারি গুদামে চাল ও গম মিলিয়ে মোট মজুদ রয়েছে ১৭.৬৪ লাখ মেট্রিক টন। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি।

সরকারি মজুদ, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বছরের ১ জুলাই দেশে মোট চাল ও গমের মজুদ ছিল ১৪.৭৩ লাখ টন। এর মধ্যে চাল ছিল ১০.৬০ লাখ টন এবং গমের পরিমাণ ছিল ৪.১৩ লাখ টন।

এ বছর নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ উল্লেখযোগ্য হারে বেড়ে দাঁড়িয়েছে ১৫.৪১ লাখ টনে। অভ্যন্তরীণ সংগ্রহ এবং আমদানির মাধ্যমে মজুদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে গমের ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। অভ্যন্তরীণ সংগ্রহ ও আমদানির তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে দাঁড়িয়েছে ২.২৩ লাখ মেট্রিক টনে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, সার্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চাল ও গম সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মজুদের এই প্রবৃদ্ধি বাজারে স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
image

Leave Your Comments