পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার পথ আলাদা

Date: 2025-08-02
news-banner
ভারতের জাতীয় ক্রিকেট দলের জনপ্রিয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং কোরিওগ্রাফার ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ধনশ্রী বর্মা— পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর অবশেষে বিচ্ছেদের পথে হাঁটলেন। গত মার্চ মাসে মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় বলে আইনজীবীর সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

২০২০ সালের ডিসেম্বরে জমকালো আয়োজনে বিয়ে করেন এই জনপ্রিয় জুটি। তবে ২০২২ সালের পর থেকেই তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়া কমে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অপরের সঙ্গে দূরত্ব স্পষ্ট হয়ে উঠতে শুরু করে।

চাহাল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, বিচ্ছেদ ছিল একদম সহজ সিদ্ধান্ত নয়। তিনি বলেন,
"এই সম্পর্ক ভাঙার পেছনে কোনও তৃতীয় পক্ষ বা হঠাৎ সিদ্ধান্ত ছিল না। দীর্ঘদিনের মানসিক চাপ, সময়ের অভাব এবং পারস্পরিক বোঝাপড়ার অভাব থেকেই এই পরিণতি এসেছে।"

চাহাল আরও জানান, বিচ্ছেদের সময় তিনি তীব্র মানসিক যন্ত্রণায় ভুগেছিলেন। "আমি দিনে মাত্র দু’ঘণ্টা ঘুমোতাম, আত্মহত্যার চিন্তাও এসেছিল মাথায়," বলেন তিনি। তবে সময়ের সঙ্গে তিনি ঘুরে দাঁড়িয়েছেন এবং এখন আবার মাঠে ফিরতে প্রস্তুত।

অন্যদিকে ধনশ্রী বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় লেখেন,
"আমি এখন এক নতুন মানুষ। আমি চাই, আমার অভিজ্ঞতা অন্য নারীদের সাহস দিক।"
সম্প্রতি তিনি একটি নতুন গান “Dekha Ji” প্রকাশ করেছেন, যা অনেকেই তার ব্যক্তিগত জীবনের প্রতিফলন বলে মনে করছেন।
image

Leave Your Comments