নির্বাচন বানচালে দেশি-বিদেশি শক্তি হাজার কোটি টাকা বিনিয়োগ করছে : নুর

Date: 2026-01-26
news-banner

নির্বাচন বানচালে দেশি-বিদেশি শক্তির হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল হক নুর।

রবিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশে কৃত্রিম সংকট তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করতে দেশি ও বিদেশি অপশক্তি বিপুল অঙ্কের অর্থ ব্যয় করছে।

নুর বলেন, ‘পটুয়াখালী-৩ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত বেপরোয়া স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে নজর রাখার আহ্বান জানাচ্ছি। গতকাল রাতে লিফলেট নিয়ে পানপট্টি যাওয়ার পথে রাতের অন্ধকারে আমার এক নেতার ওপর অতর্কিত হামলার করে। আজকে সন্ধ্যার পরও চিকনিকান্দি থেকে আসার পথে ডাকুয়া স্লুলিজ বাজারের একটু আগে অন্ধকারে তার লোকজন পরিচয়ে আমাদের পথরোধ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টিতে স্লোগান দেয়। আমরা কৌশলে ঝামেলা এড়িয়ে আসি।’

 

image

Leave Your Comments