গোপালগঞ্জে জামায়াতের আমিরের পথসভা

Date: 2026-01-28
news-banner

বাংলাদেশ জামায়তের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সঙ্গে যা ঘটেছে তা দলের পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়েছে। 

তিনি জানান, আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি দুর্নীতিতে জড়াবো না এবং আমরা আমাদের কথার প্রতি অনড় রয়েছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাস স্ট্যান্ডে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি গোপালগঞ্জ- আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল হামিদকে পরিচয় করিয়ে দেন এবং তার হাতে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।

এর আগে, জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাস স্ট্যান্ড মোড় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, এপিবিএন সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

 

image

Leave Your Comments