সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব

Date: 2026-01-28
news-banner

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, গাজীপুর শুধু শিল্পনগরী নয়, এটি গার্মেন্টেরও রাজধানী। এই গার্মেন্ট শিল্প বাংলাদেশে নিয়ে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর মাধ্যমে তিনি ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। বিদেশে শ্রমিক পাঠানো তিনিই শুরু করেছিলেন। এ দেশে বিনামূল্যে প্রথম শ্রেণি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন খালেদা জিয়া। বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় এলে নতুন নতুন কল-কারখানা স্থাপনের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি করা হবে।
তিনি আরও বলেন, খেটে খাওয়া মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, নারী শ্রমিকদের সন্তাaনদের জন্য ডে-কেয়ার সেন্টার তৈরি করা হবে। স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে গাজীপুরের মানুষের অনেক অবদান রয়েছে। তাই গাজীপুরের মানুষের জনদুর্ভোগের অন্যতম সমস্যা জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর ওভারব্রিজ নির্মাণ করে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, জেলার প্রধান তিন নদী চিলাই, তুলাগ ও লবণদহ খাল দূষণে ভরাট হয়ে গেছে। এই তিন খাল খনন করা হবে। শ্রমিক অধ্যুষিত এলাকায় শ্রমিকদের অন্যতম আবাসন সমস্যা সমাধান করা হবে। শ্রমিকদের হেলথ কার্ড দেওয়া হবে। যাতে ছোটখাটো সমস্যা ঘরে বসেই দূর করা যায়।
তিনি আহ্বান করেন, আর এসব বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করতে হবে। আগামী ১২ তারিখে ফজরের পর নয়, ভোটকেন্দ্রে গিয়ে জামাতে ফজরের নামাজ পড়ে লাইনে দাঁড়াতে হবে। যাতে অন্য কেউ ভোটকেন্দ্র দখল করে নিতে না পারে।

image

Leave Your Comments