বাংলাদেশ কোথায়, সেটাও ট্রাম্প জানেন না : বদিউল আলম মজুমদার

Date: 2024-11-07
news-banner
ডোনাল্ড ট্রাম্পের জয়েও বাংলাদেশের দুশ্চিন্তার কিছু নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করেন, যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু একটি দলের ওপর নির্ভর করে না; বাণিজ্যিক, কৌশলগত, ভূরাজনৈতিকসহ অনেক বিষয় এখানে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার দূতাবাসের আয়োজনে ঢাকার আমেরিকান সেন্টারে আয়োজিত নির্বাচন পর্যবেক্ষণের বিশেষ আয়োজনে বাংলাদেশের তরুণ নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।

এতে বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র তৈরির দায়িত্ব পাওয়া কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান বিশ্বে যে জটিল পরিস্থিতি রয়েছে, তাতে যুক্তরাষ্ট্রের ফলাফল আরও সুদূরপ্রসারী প্রভাব রাখবে। বাংলাদেশের মানুষ অনেক দিন বিভিন্ন কারণে ভোট দিতে পারেনি। তাই অন্য দেশের ভোটের অভিজ্ঞতা থেকে নিজেদের জন্য আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে চাই। কীভাবে সাবলীল পরিস্থিতিতে একটি নির্বাচন প্রতিযোগিতামূলক হয়; নির্বাচন ব্যবস্থা যারা দেখভাল করেন তারা কী রকম আচরণ করেন এবং নির্বাচনের ফল পেয়ে তারা কীভাবে তা গ্রহণ করেন– সব বিষয়েই আমাদের শেখার আছে।

একই অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, যদিও ট্রাম্প একটা টুইট করেছেন এবং এটি তাঁর ভোটের বিবেচনায় ভারতীয়দের ভোট পাওয়ার জন্য করেছেন।

আমার মনে হয় না এটার কোনো বিরূপ প্রভাব পড়বে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রও শঙ্কার মধ্যে আছে, ভয়াবহ সংকটের মধ্যে আছে। তাদের মধ্যে যে বিভাজন, সেটা ভয়ানক। এবার কী হবে, সেটা নিয়ে অনেকে শঙ্কিত।

যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ২৫০ বছরের বেশি সময় ধরে গণতান্ত্রিক ব্যবস্থার কার্যকারিতা প্রদর্শন করেছে জানিয়ে বদিউল আলম বলেন, তাদের আর আমাদের পদ্ধতি ভিন্ন। আমাদের সংসদীয় ব্যবস্থা দুর্ভাগ্যবশত স্থিতিশীল হয়নি। অনেক টালমাটাল অবস্থার মধ্য দিয়ে আমরা গেছি। অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে আমরা গিয়েছি।
image

Leave Your Comments