নিজেদের জরুরি প্রস্তুতির নির্দেশিকা হালনাগাদ করার পদক্ষেপ নিয়েছে নর্ডিক দেশগুলো।
রাশিয়ার আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা দীর্ঘদিন ধরেই করে আসছে সুইডেন, ফিনল্যান্ড এবং নরওয়ে। এরই মধ্যে দেশগুলো সামরিক শক্তি ও প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করেছে।
ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগদানের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। তবে যুদ্ধে কেবল সামরিক সক্ষমতাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। ফলে নাগরিক প্রতিরক্ষা এবং নাগরিকদের যুদ্ধকালীন জরুরি অবস্থার জন্য প্রস্তুত রাখারও প্রয়োজন মনে করছে দেশগুলো। ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়ে তাদের নাগরিকদের জন্য প্রস্তুতি নির্দেশিকা হালনাগাদ করে তা নাগরিকদের কাছে পৌঁছে দিচ্ছে।
ফিনল্যান্ড নির্দেশিকার ডিজিটাল কপি প্রকাশ করেছে। নরওয়ে এবং সুইডেন বাসাবাড়িতে নির্দেশাবলির ছাপা কপি পাঠাচ্ছে। এই নির্দেশিকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া, মহামারি এবং সম্ভাব্য সংঘাত পরিস্থিতির কথা বলা হয়েছে। নির্দেশিকায় বেশ কয়েকটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এক সপ্তাহের প্রয়োজনীয় পানি এবং খাদ্যের সঞ্চয় রাখা, স্থানান্তরের সময় কী আচরণ করতে হবে এবং বিদ্যুৎ বিপর্যয় কিভাবে মোকাবেলা করা যায়, এসব বিষয়ে বলা হয়েছে ফিনল্যান্ডের নির্দেশিকার শিরোনাম হলো ‘ঘটনা এবং সংকটের জন্য প্রস্তুতি’। নরওয়ের নির্দেশিকার শিরোনাম ‘কিভাবে আপনি নরওয়ের জরুরি প্রস্তুতিতে নিজের ভূমিকা পালন করতে পারেন’।
অন্যদিকে, সুইডেনের নির্দেশিকার শিরোনামে সংঘাতের আশঙ্কার ওপর জোর দেওয়া হয়েছে। ‘সংকট বা যুদ্ধের ক্ষেত্রে’ শীর্ষক এ নির্দেশিকায় বলা হয়েছে, বিশ্বের নানা প্রান্তে যখন সশস্ত্র সংঘাত চলছে, এমন অনিশ্চিত সময়ে সন্ত্রাসবাদ, সাইবার আক্রমণ এবং বিভ্রান্তিমূলক প্রচারণার মাধ্যমে সুইডেনকে দুর্বল ও প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।
সুইডেনের নির্দেশিকায় আরো বলা হয়েছে, ‘আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে এই হুমকিগুলো মোকাবেলা করতে হবে, সুইডেন আক্রান্ত হলে প্রত্যেককে অবশ্যই সুইডেনের স্বাধীনতা এবং আমাদের গণতন্ত্র রক্ষার জন্য ভূমিকা পালন করতে হবে।’
‘ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সঙ্গে মানুষ সুইডেনের কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছে না। এটি আসলে আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত ও হুমকির মুখে ফেলছে, এমনটাও মানুষ মনে করে না। আমি মনে করি, সাইবার নিরাপত্তা নিয়ে যারা কাজ করেন, এমন নির্দিষ্ট কিছু খাতের মানুষ এ বিষয়ে বেশি সচেতন।’
রুশ সীমান্তের ফিনিশ শহর ল্যাপেনরান্টায় হুমকিটা বেশি অনুভূত হচ্ছে।