পাকিস্তানে বেশ কয়েক সপ্তাহ ধরে ইন্টারনেট সেবা ধীরগতিতে চলছে। ধীরগতির পেছনে বেশ কিছু কারণ আলোচনায় থাকলেও সরকার বলছে ভিপিএন ব্যবহারের কারণেই গতি কমেছে এই সেবার। খবর বিবিসির।
মানবাধিকারকর্মীরা বলছেন, রাষ্ট্র চীনের কায়দায় ইন্টারনেট ফায়ারওয়াল চালু করছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের ওপর আরও ভালো করে নিয়ন্ত্রণ ও নজরদারি প্রতিষ্ঠা করা যাবে। তবে কর্মকর্তারা এই দাবি অস্বীকার করে জানিয়েছেন, ভিপিএনের অবাধ ব্যবহারেই ইন্টারনেটের গতি কমেছে।
পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধে সরকারের জনপ্রিয় হাতিয়ার হচ্ছে ইন্টারনেট বন্ধ করা বা এর ওপর বিধিনিষেধ আরোপ করা। গত বছর দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ দেখা দেয়। সে সময় থেকেই সরকার সড়কের ও ডিজিটাল বিক্ষোভ দমনে একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করেছে এবং ক্ষেত্রবিশেষে, কিছু কিছু জায়গায় ইন্টারনেটের গতি কমিয়েছে।
ফেব্রুয়ারি থেকে ‘জাতীয় নিরাপত্তার’ অজুহাত দেখিয়ে বন্ধ রাখা হয়েছে ইলন মাস্কের এক্স (সাবেক টুইটার)। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এক্সে অত্যন্ত জনপ্রিয়। দলের সমর্থকরাও এটি ব্যবহার করে থাকেন। প্রায় ২ কোটি ১০ লাখ ফলোয়ার আছে ইমরানের।
রোববার তথ্য ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী শাজা ফাতিমা জানান, সরকার ইন্টারনেটের ধীরগতির জন্য দায়ী নয়। তাঁর দল ইন্টারনেট সেবাদাতা ও মোবাইল অপারেটরদের সঙ্গে ‘নিরলসভাবে’ কাজ করে যাচ্ছে, যাতে দ্রুত এ সমস্যার সমাধান হয়।