চ্যাম্পিয়নস ট্রফির দলে ইমন

Date: 2025-01-13
news-banner
এখনও ওয়ানডে অভিষেক না হওয়া ব্যাটসম্যানকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে দলে নেওয়ায় উঠছে প্রশ্ন, নির্বাচকরা বলছেন তরুণ এই ব্যাটসম্যানের আগ্রাসী মানসিকতার কথা।
ইমনের লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ড খুব ভালো  নয়। সম্ভাবনাময় হিসেবে পরিচিত তার পরও চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসরে রাখা নিয়ে জাগেছে কৌতূহল।  ১৫ জনের স্কোয়াডে এখন মূল দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। প্রয়োজনে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজকেও কাজে লাগানো যাবে। পারভেজকে নেওয়া হয়েছে টপ অর্ডারে বিকল্প ব্যাটসম্যান হিসেবে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন পারভেজ। তবে খেলার সুযোগ পাননি। না খেলেই জায়গা ধরে রাখলেন তিনি চ্যাম্পিয়নস ট্রফির দলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৪ ম্যাচ খেলে তার সেঞ্চুরি চারটি, ব্যাটিং গড় ৩৫.৬১, স্ট্রাইক রেট ৮৮.৪০। তবে ঢাকা প্রিমিয়ার লীগের গত মৌসুম দারুণ কেটেছিল তার। ১৩ ম্যাচে ৬২৩ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। সেঞ্চুরি করেছিলেন তিনটি, ফিফটি ছিল। ব্যাটিং গড় ছিল প্রায় ৪৮, স্ট্রাইক রেট ৮৯.১২। প্রধান নির্বাচক আস্থা রাখছেন তার ওপর। গাজী আশরাফ হোসেন বলেন, ‘দলকে জেতাতে মূল লক্ষ্য ঠিক রাখতে সে সবসময় আক্রমণাত্মক থাকে। এটা একটা বড় বিবেচনার বিষয়। সামনে হয়তো তিনি অবদান রাখতে পারবেন। তাই বড় টুর্নামেন্টে তাকে নেওয়া হয়েছে।’ 
অন্যদিকে ওয়ানডেতে এখনও দেশের হয়ে না খেললেও আন্তর্জাতিক সাতটি টি-টোয়েন্টি খেলেছেন পারভেজ হোসেন ইমন। প্রথম ছয় ম্যাচ মিলিয়ে তার রান ছিল মোট ৪৯। তবে গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ২১ বলে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে একটা পরিচিতি আছে ২০২০ যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের। চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে নেওয়ার ক্ষেত্রেও একই কথা বললেন প্রধান নির্বাচক।
image

Leave Your Comments