নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ

Date: 2026-01-31
news-banner

সম্প্রতি ‘দুই মাস আগে পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ ও মাহফুজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। তবে এই সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি জানিয়েছেন, পদত্যাগের পর নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা হস্তান্তর করে বর্তমানে ভাড়া বাসায় বসবাস করছেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘পদত্যাগের পরেও সরকারি বাসায় বসবাস করার যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।’ তার ভাষ্য অনুযায়ী, তিনি ২০২৫ সালের ১০ ডিসেম্বর দায়িত্ব থেকে পদত্যাগ করেন এবং একই মাসের ৩১ ডিসেম্বর হেয়ার রোডের সরকারি বাসা ‘নিলয়–৬’ যথাযথভাবে হস্তান্তর করেন। বর্তমানে তিনি নিজস্ব ভাড়া বাসায় বসবাস করছেন এবং সেখান থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।

প্রকাশিত প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাতে দেওয়া বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘আবাসন বরাদ্দ নীতিমালা অনুযায়ী অবসর বা দায়িত্ব ছাড়ার পর দুই মাস পর্যন্ত সরকারি বাসভবনে থাকার সুযোগ থাকলেও আমি সেই সময়সীমা শেষ হওয়ার আগেই, অর্থাৎ ২১তম দিনেই বাসাটি হস্তান্তর করি।’ তার দাবি, মন্ত্রণালয়ে জমা দেওয়া সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করলেই বিষয়টি প্রমাণিত হবে।

image

Leave Your Comments