বিশ্ব বেতার দিবস আজ

Date: 2023-02-13
news-banner

রাজধানীতে দুপুর দেড়টায় র‌্যালি, বিকেল ৩টায় শ্রোতা সম্মেলন হবে। বিকেল ৪টায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার ও ইউনেস্কো ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুসান মেরি ভিজ। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে বেতার ভবনে।

বাংলাদেশ বেতার তথ্য মন্ত্রণালয়ের অধীন দেশের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। বেতারের যাত্রা শুরু হয় ব্রিটিশ শাসনামলের ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর। এর ৩২ বছরের মাথায় একই দিনে বিজয় লাভের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে দেশে বিশ্ব বেতার দিবস পালন হচ্ছে।

বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান বলেন, আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সংক্ষিপ্ত র‌্যালি হবে। এর পর বেতার ভবনে রয়েছে অনুষ্ঠান।

image

Leave Your Comments