ভারত-চীন সম্পর্কে উন্নতি হয়েছে: জয়শঙ্কর

Date: 2024-12-04
news-banner
বেইজিংয়ের সঙ্গে সম্প্রতি নয়াদিল্লির সম্পর্কের ‘উন্নতি’ হয়েছে। ২০২০ সালের এপ্রিলে গালওয়ানে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের পর থেকে ক্রমাগত কূটনৈতিক আলোচনার কারণেই পরিস্থিতি বদলেছে বলে জানিয়েছেন তিনি।

২০২০ সালের জুনে দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষের পর থেকে চাপান-উতোর চলছে। গত অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনের সময়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বৈঠকে সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছয় দুই দেশ। এরপর মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী দুই দেশের এখনকার সম্পর্ক নিয়ে বিবৃতি দিলেন লোকসভায়।

জয়শঙ্কর বলেন, ‘২০২০ সাল থেকে আমাদের (ভারত ও চীন) সম্পর্ক টালমাটাল হয়ে ছিল।

চীনের কার্যকলাপের কারণে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হয়। সেই থেকে আমরা ক্রমাগত কূটনৈতিক আলোচনা চালিয়ে গিয়েছি, যার ফলে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে।’

তিনি এ-ও জানান, সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার জন্য চীনের সঙ্গে কথা চালিয়ে যেতে বদ্ধপরিকর ভারত। ‘স্বচ্ছ ও দুই দেশের কাছে গ্রহণযোগ্য’ কোনো পদক্ষেপ গ্রহণ করার দিকেই নজর রয়েছে সরকারের।

একই ইঙ্গিত দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। এর মাঝেই অক্টোবরের শেষে দীপাবলিতে দুই দেশের বাহিনী সীমান্তে মিষ্টি বিনিময় করেছিল। এবার লোকসভায় জয়শঙ্কর জানালেন, সম্প্রতি চীনের সঙ্গে ভারতের সম্পর্কে উন্নতি হয়েছে।
image

Leave Your Comments