গত তিন দিন থেকে কুয়াশার কারণে দিনভর সূর্যের দেখা মেলেনি উত্তরাঞ্চলজুড়ে

Date: 2024-12-12
news-banner
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমাগত কমতে থাকা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি আসায় রংপুরসহ এ অঞ্চলের ১৬ জেলায় এবার স্বাভাবিক সময়ের ১৫ দিন আগেই শুরু হয়েছে শীত। শুরু হয়েছে তীব্র ঠান্ডা। গত তিন দিন থেকে কুয়াশার কারণে দিনভর সূর্যের দেখা মেলেনি এ অঞ্চলে। সন্ধ্যার পরই কুয়াশার চাদরে বন্দী হয়ে যাচ্ছে বিস্তীর্ণ জনপদ। শুরু হয়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব।
এ অবস্থাকে ‘ডেঞ্জার’ উল্লেখ করে আবহাওয়াবিদরা বলছেন, চলমান আবহাওয়া পরিবর্তন না ঘটলে এবার শীতের তীব্রতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমন পরিস্থিতে এ অঞ্চলের পৌনে এক কোটি হতদরিদ্র মানুষের ভয়াবহ দুর্ভোগের দ্বারপ্রান্তে আছেন।
সূত্র জানায়, অগ্রহায়নের শুরু থেকেই এ অঞ্চলে ক্রমাগতই কাছাকাছি আসছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। কমছে বাতসে জলীয় বাষ্পের পরিমাণও। এতে বাড়ছে আদ্রতার শতকরা হার। সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি আসা এবং সন্ধ্যায় বাতাসে আদ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে এবার ১৫ দিন আগেই এ অঞ্চলে শীত এসে গেছে। সাধারণত অগ্রহায়নের চতুর্থ সপ্তাহের শুরুর দিকে এ অঞ্চলে শীত আসে। রংপুর আবহাওয়া অফিসের ওয়ারলেস অপারেটর মনজুর আলম জানান, গেল ১০ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ থেকে ১৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে। এ সময়ের মধ্যে বাতাসের সর্বনিম্ন আদ্রতা ২২ শতাংশে নেমেছে। রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, এবার অগ্রহায়নের প্রথম দিন থেকেই রংপুরসহ উত্তরাঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি আসা শুরু করেছে। ফলে শীত ও কুয়াশাও পড়া শুরু হয়েছে আগে থেকেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমাগত কমার কারণে প্রচন্ড শীত অনুভবের পাশাপাশি আগাম কুয়াশা পড়াও শুরু হয়েছে।
image

Leave Your Comments