বিদ্রোহীদের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

Date: 2024-12-15
news-banner
প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ক্ষমতাচ্যূত করতে সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠীটি সবার আগে এগিয়ে এসেছে, আমেরিকান কর্মকর্তারা তাদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলছেন।

ব্লিংকেন প্রথম মার্কিন কর্মকর্তা হিসেবে বাইডেন প্রশাসন এবং আসাদকে গত রোববার ক্ষমতাচ্যূতকারী সশস্ত্র বিরোধী গোষ্ঠীর জোটের নেতৃত্বদানকারী হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস-এর সাথে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করলেন। ব্লিংকেন বলেন, 'হ্যাঁ, আমরা এইচটিএস ও অন্যান্য দলের সাথে যোগযোগ বজায় রেখেছি।' তিনি আরো বলেন, 'সিরিয়ার জনগণের প্রতি আমাদের বার্তা হচ্ছে এই যে : আমরা চাই তারা সফল হোক, আর সেজন্য আমরা তাদের সাহায্য করতে প্রস্তুত আছি।'

একসময়ে আল কায়েদার সাথে সম্পৃক্ত এইটিএস’কে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বিদেশী সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছিল, তাদেরকে কোনো রকম বস্তুগত সহায়তা দেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এই নিষেধাজ্ঞায় তাদের সাথে যোগাযোগ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপরে আইনত কোনো বিধিনিষেধ নেই।

এইচটিএস দামেস্ক দখলের পর নিরাপত্তা স্থাপনের জন্য এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করেছে এবং বিদ্রোহীদের মধ্যে উগ্রবাদীদের নিয়ে জনগণের উদ্বেগের মুখে তাদেরকে নিশ্চয়তা প্রদান করেছে । বিদ্রোহীরা বলছে, তারা উগ্রবাদীদের সাথে তাদের অতীতের সম্পর্ক বিচ্ছিন্ন করেছে।

এই গোষ্ঠীটির নেতা আহমাদ আল-শারা, যিনি আগে আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত ছিলেন, শুক্রবার এক ভিডিও বার্তায় 'এই আশীর্বাদপুষ্ট বিজয়ের জন্য সিরিয়ার মহান জনগণকে' অভিনন্দন জানান।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, শারা সংখ্যালঘু এবং নারীদের অধিকার সুরক্ষার জন্য খুব ভালো মন্তব্য করছেন। তবে তারা এ ব্যাপারে সংশয় পোষণ করেন যে সুদূর ভবিষ্যতে তারা এটি অনুসরণ করতে পারবেন কিনা।

শুক্রবার বিদ্রোহীরা এবং সিরিয়ার নিরস্ত্র বিরোধীদলরা এক আমেরিকানকে নিরাপদে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করার জন্য কাজ করে যাচ্ছেন। তাকে আসাদ কারারুদ্ধ করেছিলেন।
image

Leave Your Comments