রাশিয়ার কাজানে তিনটি বহুতলে পর পর ড্রোন হামলা চালালো ইউক্রেন। ঘটনাচক্রে, সম্প্রতি রাশিয়ার এই শহরেই অনুষ্ঠিত হয়েছে ‘ব্রিকস’ সম্মেলন। হামলার বেশ কয়েকটি ভিডিও সমাজিকমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা গেছে গগনচুম্বী তিনটি বহুতলে সোজা গিয়ে ধাক্কা মারল ড্রোনগুলি। তার পরই বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ভরে গেল আকাশ। এই ঘটনাই ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আল কায়দার হামলার স্মৃতি উস্কে দিয়েছে। যে হামলায় ২,৯৭৭ জনের মৃত্যু হয়েছিল। তাস -এর রিপোর্ট অনুযায়ী, হামলার জায়গায় জরুরি পরিষেবা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। টেলিগ্রামে প্রচারিত প্রতিবেদন মোতাবেক ক্ষতিগ্রস্ত ভবনগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। মস্কোর দাবি, ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোনকে তৎপরতার সঙ্গে ধ্বংস করেছে। তবে রুশ সংবাদ সংস্থা ‘স্পুটনিক’ কাজানের মেয়রের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, এই হামলার জেরে বহুতলগুলির বেশ কয়েকটি ঘরে আগুন লেগে গিয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এই ঘটনার পর পরই কাজানে হুলস্থূল পড়ে যায়। নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি কাজান বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। বিমান ওঠানামাও বন্ধ হয়ে যায়। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে মস্কো ইউক্রেনে ১১৩টি ড্রোন পাঠিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর মতে, হামলার সময় ৫৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। আরও ৫৬টি ড্রোনকে সম্ভবত ইলেকট্রনিকভাবে জ্যাম করা হয়েছে। ইউক্রেনের খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, শুক্রবার রাতে আঞ্চলিক রাজধানীতে ড্রোন হামলায় আটজন আহত হয়েছে ।
সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড