জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী আজ: বিদ্রোহী কবিকে শ্রদ্ধায় স্মরণ

Date: 2025-05-25
news-banner
আজ, ২৫ মে, ২০২৫, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৪ মে) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কবি নজরুল ইসলাম। তার ডাক নাম ছিল 'দুখু মিয়া'। তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, নাট্যকার ও সাংবাদিক।

কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িকতা, মানবতা ও সাম্যবাদের প্রতিফলন দেখা যায়। তার লেখনী বাঙালি জাতির মুক্তি সংগ্রামে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। বাংলাদেশের স্বাধীনতার পর কবি নজরুল ইসলাম বাংলাদেশে আসেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় তার বসবাসের ব্যবস্থা কর হয়।

জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় তিন দিনব্যাপী (২৫ থেকে ২৭ মে) অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ সকাল সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বিকেলে জাতীয় জাদুঘরে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এছাড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও অন্যান্য স্থানে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

image

Leave Your Comments